পাবনায় গুমানী নদীর উপর ব্রীজ নির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি মকবুল হোসেন

পাবনায় গুমানী নদীর উপর ব্রীজ নির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি মকবুল হোসেন



সিরাজুল ইসলাম আপন(ভ্রাম্যমান)প্রতিনিধি: গতকাল ২৮ জানুয়ারী বিকেলে পাবনার চাটমোহরের ছাইকোলা খেয়াঘাট এলাকায় গুমানী নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এম পি। এসময় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজল ই খোদা পলাশ, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসীর উদ্দিন, ছাইকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নবীর উদ্দিন মোল্লা, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, ছাইকোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান নূরু, সাবেক সভাপতি আবু তায়েব মিয়া, আঃলীগ নেতা আব্দুর রউফ, ইউপি সদস্য ছাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, ছাইকোলা ও হান্ডিয়াল ইউনিয়নের চরনবীন গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত গুমানী নদীর উপর ৯৬ মিটার দীর্ঘ এ ব্রীজ নির্মাণে ৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এ স্থানে ব্রীজ নির্মাণ হলে নদীর দুইপারের কয়েকটি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ উপকৃত হবে। দীর্ঘদিন যাবত তারা এ স্থানে ব্রীজ নির্মাণের দাবী জানিয়ে আসছিলেন। এখন তাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে।