ভাঙ্গুড়ায় স্কাউটের জনক ব্যাডেল পাওয়েল এর ১৬২তম জন্ম বার্ষিকী পালিত by TCR SOHAN


ভাঙ্গুড়ায় স্কাউটের জনক ব্যাডেল পাওয়েল এর ১৬২তম জন্ম বার্ষিকী পালিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়ায় স্কাউটের জনক ব্যাডেল পাওয়েল এর ১৬২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এদিবসটি উপলক্ষ্যে শুক্রবার ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অবস্থিত উপজেলা রির্সোস সেন্টারে নানা কর্মসূচী পালন করা হয়। সাবেক রাষ্ট্রদূত এম হোসেন আলী মুক্ত মহা স্কাউট ভাঙ্গুড়া পাবনা কর্তৃক অয়োজিত অনুষ্ঠানে র‌্যালী, কেককাটা ,আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ফায়ার সার্ভিস কর্তৃক অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শনী হয়। এদিনের কর্মসূচীর শুরুতে ইউএনও মো. মাছুদুর রহমান এর নেতৃত্বে একটি র‌্যালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পাবনা জেলা স্কাউটের সম্পাদক মির্জা আলী নাসির আলোচনা সভার উদ্বোধন করেন। ভাঙ্গুড়া স্কাউটস লিডার গোলাম রাব্বী এর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন স্কাউট কমিশনার মোফাজ্জল হোসেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্কাউটস লিডার জাহিদ হাসান,চাটমোহর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সিট্রাকটার মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রতিভা অন্বেষন ২০১৯ রাজশাহী বিভাগীয় পর্যায়ে সফলতা অর্জনকারী ও উপদল নেতা সহ মোট ২৮ স্কাউটসকে পুরষ্কার প্রদান করা হয়। সবশেষে ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ফায়ার সার্ভিস চাটমোহর স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম কর্তৃক অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।