১ আমার সম্পর্কে
আমি সোহানুর রহমান। আমার বসবাস এই পৃথিবী নামক গ্রহের বাংলাদেশ নামক দেশে। জন্ম বিশ্ববিখ্যাত সুন্দরবনের কোলঘেঁষে হলেও রাজধানী শহরের কাছে পিঠেই কাটছে জীবনের বর্তমান কাল। লেখাপড়া করেছি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজ। তারপর কম্পিউটার এ নেট কানেকশন অন করে অনেক কিছুই করছি । পাশাপাশি বাংলা উইকির একজন নিয়মিত সদস্য হিসেবে প্রতিদিন হাজির হচ্ছি বাংলা উইকিপিডিয়ার আঙিনায়। বাংলা উইকিপিডিয়ায় আমার (☺☺☺) অধিকার আছে।♂
|
২ আমার কাজ
বাংলা উইকিতে প্রথম দিকে আমি নিবন্ধ নিয়ে কাজ করতাম। প্রচুর নিবন্ধ তৈরি করেছি যদিও হাজার ছুঁতে পারিনি। ছুঁতে চাইও না এখন। বিশ্বকোষ তথ্যের আঁধার। এখানে কোয়ান্টিটির পাশে কোয়ালিটি সম্পন্ন নিবন্ধ থাকা অধিকতর জরুরী। রসায়ন, রন্ধন, ভ্রমণ সম্পর্কিত কাজ গুলোর প্রতি প্যাশান রয়েছে। সিসপ অধিকার থাকার কারণে রক্ষণাবেক্ষণ, ধ্বংসপ্রবণতা রোধ ইত্যাদি কাজ গুলো নিয়মিত করার পাশাপাশি বাংলা উইকির বিক্ষিপ্ত বিষয়শ্রেণী গুলোকে সুসংবদ্ধকরণের এক নিষ্ফল প্রয়াস চালিয়ে যাচ্ছি। নিস্ফল বলছি এই কারণে দেখা যায় যে কোন একটা বিষয়শ্রেণী দিনের পর দিন লেগে থেকে ক্যাটাগোরাইজড করেছি কিন্তু কিছুদিনের মধ্যে আবার এলোমেলো হয়ে যাচ্ছে। 🙏
দাবিত্যাগ: সোহান • ০৪:৪৭, ২৮ এপ্রিল ২০১৭ (ইউটিসি)
|
Thanks for your comment. We will reply your comment very soon.