কিভাবে ল্যাপটপ রিসেট দিব| How can i reseat my laptop

প্রথমে সার্স করুন Reset লিখে, এরকম আসবে, তাতে ক্লিক করুন ঃ
আপনাকে একটা সেটিং এ নিয়ে যাবে , এর যে কোন একটি তে ক্লিক করতে পারেন, গেট স্টার্টেড বা রিস্টার্ট নাউ, , যেখানেই ক্লিক করুন না কেন আপনাকে আবার ২ টি অপশন দেবে,
এর ভেতর আপনাকে “কিপ মাই ফাইলস” এ ক্লিক করলে অডিও , ভিডিও বা কোন ফাইল ছাড়া সব সফটয়ার ডীলেট হয়ে যাবে , যেভাবে নতুন কিনলে আসে, ভাইরাস ও একটি সফটয়ার তাই তা আগে যাবে।
আর যদি “রিমুভে মাই ফাইলস” সেন, তাহলে সব স্টোরেগ খালি হয়ে যাবে পুরা ফাকা হয়ে যাবে। তাই আগেই পেনড্রাইভ বা ডিস্ক এ ব্যাকআপ না থাকলে এটা দিবেন না।
নোটঃ রিসেট দিলে অনেক সময় / মাঝে মাঝে উইনডোজ এর Activation License চলে যায়, ফলে বার বার আপনাকে উইন্ডোজ এক্টিভ করতে বলবে, এক্টীভ করার ২ টা উপায়, যে ডিস্ক থেকে উইন্ডোজ দিয়েছিলেন তার সিরিয়াল বসানো, অথবা নতুন ডিস্ক কেনা। ডিস্ক অবশ্যই জেনুইন হতে হবে, পাইরেট হলেও জেনুইন কিনা শুনবেন। এসব লাগবে যখন আপনি আরেকটা উইন্ডোজ দিতে চান।