আপনাকে একটা সেটিং এ নিয়ে যাবে , এর যে কোন একটি তে ক্লিক করতে পারেন, গেট স্টার্টেড বা রিস্টার্ট নাউ, , যেখানেই ক্লিক করুন না কেন আপনাকে আবার ২ টি অপশন দেবে,
এর ভেতর আপনাকে “কিপ মাই ফাইলস” এ ক্লিক করলে অডিও , ভিডিও বা কোন ফাইল ছাড়া সব সফটয়ার ডীলেট হয়ে যাবে , যেভাবে নতুন কিনলে আসে, ভাইরাস ও একটি সফটয়ার তাই তা আগে যাবে।
আর যদি “রিমুভে মাই ফাইলস” সেন, তাহলে সব স্টোরেগ খালি হয়ে যাবে পুরা ফাকা হয়ে যাবে। তাই আগেই পেনড্রাইভ বা ডিস্ক এ ব্যাকআপ না থাকলে এটা দিবেন না।
নোটঃ রিসেট দিলে অনেক সময় / মাঝে মাঝে উইনডোজ এর Activation License চলে যায়, ফলে বার বার আপনাকে উইন্ডোজ এক্টিভ করতে বলবে, এক্টীভ করার ২ টা উপায়, যে ডিস্ক থেকে উইন্ডোজ দিয়েছিলেন তার সিরিয়াল বসানো, অথবা নতুন ডিস্ক কেনা। ডিস্ক অবশ্যই জেনুইন হতে হবে, পাইরেট হলেও জেনুইন কিনা শুনবেন। এসব লাগবে যখন আপনি আরেকটা উইন্ডোজ দিতে চান।
Thanks for your comment. We will reply your comment very soon.