ওরা মনের গোপন চেনে না - song lyrics

 They do not know the secrets of the mind

ওরা মনের গোপন চেনে না


They do not know the color of the heart

ওরা হৃদয়ের রং জানে না


The butterfly fluttered its wings at the wedding

প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে


Why stay up all night and return home in the morning?

কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে?


They do not know the secrets of the mind

ওরা মনের গোপন চেনে না


They do not know the color of the heart

ওরা হৃদয়ের রং জানে না

You are forever, very difficult

তুমি চিরদিন, ভীষণ কঠিন


They flooded your house

তোমার ঘর ভেসে যায় ওরা


Can't understand by looking at the face

মুখ দেখে বুঝতে পারে না


You are forever, very difficult

তুমি চিরদিন, ভীষণ কঠিন


They flooded your house

তোমার ঘর ভেসে যায় ওরা


Can't understand by looking at the face

মুখ দেখে বুঝতে পারে না


How do they not understand this mind

ওরা এ মন কেমন বোঝে না


They do not look for the real reason

ওরা আসল কারণ খোঁজে না

You are forever, drunk in dreams

তুমি চিরকাল, স্বপ্নে মাতাল


Walking for a lifetime, the storm rained on the head

হেঁটে সারাজীবন ধরে, ঝড় বৃষ্টি মাথায় করে


You are forever, drunk in dreams

তুমি চিরকাল, স্বপ্নে মাতাল


Walking for a lifetime, the storm rained on the head

হেঁটে সারাজীবন ধরে, ঝড় বৃষ্টি মাথায় করে


They do not know the secrets of the mind

ওরা মনের গোপন চেনে না


They do not know the color of the heart

ওরা হৃদয়ের রং জানে না

The butterfly fluttered its wings at the wedding

প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে


Why stay up all night and return home in the morning

কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে


They do not know the secrets of the mind

ওরা মনের গোপন চেনে না


They do not know the color of the heart

ওরা হৃদয়ের রং জানে না